দোসররা আগস্টে গেইম খেলতে গিয়ে ডাউব্বা মারছেন: হান্নান মাসউদ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম

ফাইল ছবি
আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদক জুলকার নাইন সায়েরের জুলাই বিপ্লব নিয়ে ফেসবুক পোস্টের পর থেকে সরগরম দেশের রাজনীতি। বৈষম্যবিরোধী আন্দোলন ও শেখ হাসিনার সরকারের পতনের পেছনে মাস্টারমাইন্ড কে-তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা।
বিষয়টিকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ফেসবুকে পোস্ট করেছেন।
রাজনৈতিক দলগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নতুন নতুন আলোচনার জন্ম দিচ্ছেন আন্দোলনের সম্মুখসারির ছাত্র সমন্বয়করাও। এবার বোমা ফাটালেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে হান্নান মাসউদ লেখেন, ‘এই গেইম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি। দোসরা আগস্ট যেখান থেকে গেইম খেলতে গিয়ে ডাউব্বা মারছেন, সেখান থেকেই নতুন গেইমের উত্থান!!! লাভ নাই...।’