Logo
Logo
×

জাতীয়

ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী

ক্যাম্পাসে ছাত্রদের গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মিজানুর রহমান আজহারী বলেন, যে হাত কলম ধরে, সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। 

ফেসবুক স্ট্যাটাসে আজহারী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গণ থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা। যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম