Logo
Logo
×

জাতীয়

জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি উদযাপনে নজরুল র‌্যালি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ এএম

জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি উদযাপনে নজরুল র‌্যালি

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা জুলাই অভ্যুত্থানেও প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, জাতীয় কবি হিসাবে এতদিন তার রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। এবার এটি করা হয়েছে। তবে রাষ্ট্রীয় স্বীকৃতিতে লেখা থাকুক বা না থাকুক, কাজী নজরুল ইসলাম আমাদের সবার মাঝেই জাতীয় কবি হিসাবে ছিলেন। এখন একটা আনুষ্ঠানিকতা তৈরি হলো। কাজী নজরুল ইসলামকে ‘বাংলাদেশে জাতীয় কবি’ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির গেজেট প্রকাশ উদযাপন উপলক্ষ্যে বুধবার ‘নজরুল র‌্যালি’তে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুলের সমাধিতে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এ সময় নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি হামদ ও নাত পরিবেশন করা হয়। এ সময় অন্যদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী প্রমুখ বক্তব্য রাখেন।

নজরুলের গান নিয়ে রক অ্যালবাম বের করা এবং কনসার্ট আয়োজনের ব্যাপারে নজরুল ইনস্টিটিউট কাজ করছে বলে জানান উপদেষ্টা। নজরুলের গান, কবিতাকে আরও বেশি ছড়িয়ে দিতে নজরুল ইনস্টিটিউট কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা ফারুকী। তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ের মধ্যে থাকা একজন কবি। জুলাই অভ্যুত্থানে দেখবেন, নজরুলের কবিতা ব্যবহৃত হয়েছে, যা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর যখন প্রথম নজরুলের সমাধিতে আসি, তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই কাজটি আমি অগ্রাধিকার ভিত্তিতে করব। আমার দায়িত্বকালীন সময়ে কাজটি করতে পেরে ভীষণ ভালো লাগছে।’

আয়োজনে নজরুলের হামদ ও নাত পরিবেশন করেন সংগীতশিল্পী ফেরদৌস আরা, নাশিদ কামাল, ইয়াকুব আলী খান ও সালাউদ্দিন আহমেদ। সবশেষে কবির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম