Logo
Logo
×

জাতীয়

বিচারপতি নিয়োগ কাউন্সিলের প্রথম সভা, দুই সদস্যের নিয়োগ চূড়ান্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ এএম

বিচারপতি নিয়োগ কাউন্সিলের প্রথম সভা, দুই সদস্যের নিয়োগ চূড়ান্ত

প্রতীকী ছবি

সুপ্রিমকোর্টে বিচারপতি নিয়োগে গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর গেজেটে প্রকাশিত ধারা ৩(২) এর (ঙ) (ছ) উপধারায় বর্ণিত দুজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনা করে নাম চূড়ান্ত করা হয়। 

তারা হলেন, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক সুমাইয়া খায়ের। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

২১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট জারি হয়। 

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম