Logo
Logo
×

জাতীয়

১ বিলিয়ন ডলার পাচার

এস আলমের ছেলেসহ ১২ জনকে তলব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ এএম

এস আলমের ছেলেসহ ১২ জনকে তলব

ইসলামী ব্যাংক থেকে লোপাট করে সিঙ্গাপুর ও সাইপ্রাসে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলমসহ ব্যাংকটির ১২ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

২৬ ও ২৭ ফেব্রুয়ারি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। সোমবার সংস্থার উপপরিচালক মো. আবু সাঈদ সংশ্লিষ্টদের কাছে তলবি নোটিশ পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ আছে। এই অভিযোগ সুষ্ঠুভাবে অনুসন্ধানের জন্য তলব করা ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করা প্রয়োজন। 

তলব করা অন্যদের মধ্যে আছেন-ইসলামী ব্যাংকের কর্মকর্তা নাজমুল হুদা সিরাজী, দিলরুবা হায়াত, আবু হানিফ, শরিফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ কাশেম। এদের ২৬ ফেব্রুয়ারি হাজির হতে বলা হয়েছে। 

আর ২৭ ফেব্রুয়ারি হাজির হতে বলা হয়েছে-বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সারওয়ার হোসেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. শামসুজ্জোহা, মীর রহমত উল্লাহ, আবু সাঈদ মো. ইদ্রিস ও কাজী মো. রেজাউল করিমকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম