Logo
Logo
×

জাতীয়

স্যানিটারি ন্যাপকিন বিতর্কে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

স্যানিটারি ন্যাপকিন বিতর্কে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলায় নারীস্বাস্থ্য সুরক্ষার স্যানিটারি ন্যাপকিন বিক্রির কারণে দুটি স্টল বন্ধ করে বাংলা একাডেমি। সেই ঘটনার পর থেকেই পক্ষে-বিপক্ষে মত সমালোচনা চলছে। মেলা পরিচালনা কমিটি বলছে, অনুমোদন না থাকায় স্টলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা।

রোববার দিবাগত রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যা হয়েছে তা উচিত হয়নি। একই সঙ্গে তিনি ক্ষোভও জানিয়েছেন। ফারুকি নিশ্চিত করেছেন, সোমবার থেকে বইমেলায় আবারও স্যানিটারি ন্যাপকিন থাকবে।

স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারা দেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে সেখানে যেকোনো কারণেই হোক বই মেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো, এটা আমাদের জন্য বেদনার। এ বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও।’

তিনি আরও লেখেন, ‘যাই হোক, বাংলা একাডেমী একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে আগামীকাল থেকে মেলাপ্রাঙ্গনে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।’

স্যানিটারি ন্যাপকিন ইস্যুতে যখন বিতর্ক চলছে, তখন বাংলা একাডেমি একটি বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যানিটারি ন্যাপকিনের প্রসার ও ব্যবহার সম্পর্কে বাংলা একাডেমির কোনো প্রকার সংকোচ থাকার প্রশ্নই আসে না। বইমেলার পণ্যায়নের একটা ব্যাপার স্পর্শকাতর ইস্যু হয়ে অন্যভাবে উপস্থাপিত হয়েছে। তার প্রমাণ, একদিকে আমরা অন্য অনেকগুলো পণ্যের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিয়েছি। অন্যদিকে ইভেন্টকে বলেছি, সৌজন্য হিসেবে তারা যেন স্যানিটারি ন্যাপকিন প্রয়োজনমাফিক বিতরণ করে। পাশাপাশি মেলায় বাণিজ্যিকভাবে নয় ওয়াশরুমের পাশে বিনামূল্যে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা রাখার বিষয়টি আমরা নিশ্চিত করেছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম