Logo
Logo
×

জাতীয়

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা কলেজ শিক্ষক মুকিবসহ ৫ জন রিমান্ডে  

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা কলেজ শিক্ষক মুকিবসহ ৫ জন রিমান্ডে  

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকার রাস্তায় লিফলেট বিতরণ করে আলোচিত লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াসহ পাঁচ জনকে ৩ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কেএম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ ও মোনালিসা জুই।

এদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।

বৃহস্পতিবার শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম মনিরুল ইসলাম এ আদেশ দেন। 

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বলেন, তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক কেএম রেজাউল করিম। 

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। পরে আদালত জামিন নামমঞ্জুর করে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম