Logo
Logo
×

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের বুক কর্নার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের বুক কর্নার

দেশের স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ব্যবস্থাপনায় এই বুক কর্নার গড়ে তোলা হবে। 

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই সভার সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক মো. সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

ইফার এ বুক কর্নারে থাকবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সিরাতুন নবী, তাফসির, ফিকাহ শাস্ত্র, হাদিস গ্রন্থ, দৈনন্দিন জীবনে ইসলাম, নবী-রাসূল ও সাহাবায়ে কেরামদের জীবনী, নারীর অধিকার, মাদক ও সন্ত্রাস  প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বই-পুস্তক। 

এ বুক কর্নার স্থাপনের ফলে ইফার বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই পাঠের অভ্যাস গড়ে উঠবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম