Logo
Logo
×

জাতীয়

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত নতুন এ দিন ধার্য করেন। 

আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনোজ্জামান বলেন, আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করা ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। 

মামলায় অজ্ঞাতানামাদের আসামি করা হয়। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারার অভিযোগ আনা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম