Logo
Logo
×

জাতীয়

কসমেটিকস খাত নিয়ে প্রতিবেদন করে অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

কসমেটিকস খাত নিয়ে প্রতিবেদন করে অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী

দেশের সম্ভাবনাময় নতুন শিল্পখাত ‘কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার’খাত। এখাত নিয়ে প্রতিবেদন করে লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যম কর্মী। এরমধ্যে তিন ক্যাটাগরিতে সেরা হয়েছেন তিনজন। 

 সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি) মিলনায়তনে আমন্ত্রিত অতিথিরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিনজনসহ ফেলোশিপে অংশগ্রহণকারী প্রতিবেদকদের ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কারের অর্থ তুলে দেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। 

তিনি বলেন, বাজারে ভেজাল পণ্য রোধ এবং ভোক্তা স্বার্থ রক্ষায় বড় ভুমিকা রাখতে পারে গণমাধ্যম। সাংবাদিকরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনে পণ্য নিয়ে অসঙ্গতি তুলে ধরলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দ্রুত ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন মহাপরিচালক। 

অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, কসমেটিকস পণ্য এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশীয় পণ্য ব্যবহারে ভোক্তাদের প্রতি আহবানও জানান তিনি। 

কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প খাতের পণ্য উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের  যৌথ আয়োজনে এই ফেলোশিপ পরিচালিত হয়। 

ফেলোশিপে প্রিন্ট, অনলাইন ও  টেলিভিশন ক্যাটাগরিতে মোট ৩০জন সাংবাদিক অংশ নেন। অংশগ্রহণকারীরা সরেজমিন তথ্য ও উপাত্ত সংগ্রহ করে নিজ নিজ গণমাধ্যমে এই খাতের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এবং এগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। 

অনুষ্ঠানে এএসবিএমইবি’র সেক্রেটারি জেনারেল জামাল উদ্দীন, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক আব্দুল জলিল ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, চিত্রনায়ক সিয়াম আহমেদসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম