Logo
Logo
×

জাতীয়

ধৈর্যের বাঁধ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে: সারজিস

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম

ধৈর্যের বাঁধ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার বিকালে জেলা শহরের রাজবাড়ী রুটের ডিসি অফিসের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। 

সারজিস আলম বলেন, খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।

এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সমাবেশ উপস্থিত হয়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে সমাবেশ শেষ করে অবরোধ প্রত্যাহার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম