‘শেখ হাসিনার বক্তব্য নিজ ব্যবস্থাপনায়, ভারতের ভূমিকা নেই’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ পিএম
![‘শেখ হাসিনার বক্তব্য নিজ ব্যবস্থাপনায়, ভারতের ভূমিকা নেই’](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/jaswal-67a63da4eced6.jpg)
বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো নিজস্ব ব্যবস্থাপনায় এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই।
শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নূরল ইসলামকে তলবের পর বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (বক্তব্যের) বিষয়ে বলা হয়েছে, তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এটা করছেন এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই। এটাকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিশিয়ে ফেললে, তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক কিছু আসবে না।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে একাধিক লাইভ বক্তব্য দিয়েছেন শেখ হসিনা। তাকে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। এর একদিন পর নয়াদিল্লিতে নূরুল ইসলামকে তলব করা হলো।
মুখপাত্র জয়সওয়াল বলেন, নূরুল ইসলামকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়।
জয়সওয়াল আরও বলেন, ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থের সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে, তখন আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশও পরিবেশের অবনতি না হয়, সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে।