বিএসআইএর নতুন সভাপতি শাহিন, মহাসচিব হাবিব
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম
![বিএসআইএর নতুন সভাপতি শাহিন, মহাসচিব হাবিব](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Shahin-habib-67a62d7254a65.jpg)
‘স্যানিটারী ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (বিএসআইএ)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিনুর ইসলাম ও মহাসচিব হয়েছেন হাবিবুর রহমান ফিরোজ। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
শুক্রবার রাজধানীর মহাখলীর ‘রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান’ (আইইডিসিআর) মিলনায়তনে বিএসআইএ-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা- ২০২৫-এ তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভায় সারা দেশের স্যানিটারী ইন্সপেক্টররা অংশ নেন।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। বিশেষ অতিথি ছিলেন ড্যাব নেতা ডা. মঞ্জুর মোর্শেদ ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএমটিএ মহাসচিব বিপ্লব উজ্জামান বিপ্লব।
সভায় নির্বাচিত সভাপতি শাহিনুর ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। দেশের জেলা-উপজেলা ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্যানিটারী ইন্সপেক্টররা ১৮৮৪ সাল থেকে খাদ্য ভেজাল ও দূষণের বিরুদ্ধে কাজ করছে।
মহাসচিব হাবিবুর রহমান ফিরোজ বলেন, নবনির্বাচিত কমিটি কেন্দ্রিয় কমিটিকে গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবে। স্যানিটারী ইন্সপেক্টর তথা এসআই পদকে দশম গ্রেড এবং ডিএসআই, ডিএইসএস পদকে নমব গ্রেডে উন্নতি করতে কাজ করবে। একইসঙ্গে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এবং গঠিত নিরাপদ খাদ্য কর্তৃক্ষকে খাদ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্থানন্তরে উদ্যোগ নেওয়া হবে।