Logo
Logo
×

জাতীয়

অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম

অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি

গোয়েন্দা কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 

ডিসি তালেবুর রহমান জানান, ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি ও ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওন ও সাবার নাম উঠে আসে। এরপর তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।গতকাল (৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।পরে রাতে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় অভিনেত্রী সোহানা সাবাকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম