এবার ঢাকায় আজহারীর মাহফিল, প্রস্তুত বিশাল ময়দান
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম
![এবার ঢাকায় আজহারীর মাহফিল, প্রস্তুত বিশাল ময়দান](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/MIZANUR-py-66fd71e79e7eb-67a5dff4903fd.jpg)
বিভাগভিত্তিক ধারাবাহিক মাহফিলের অংশ হিসেবে আগামীকাল (শনিবার) ঢাকার নবাবগঞ্জে মাহফিল করবেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।
শুক্রবার আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টে আজহারী লিখেছেন, ‘ঢাকা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শনিবার) থাকছি- ঢাকা নবাবগঞ্জে, বারুয়াখালী তাফসির মাহফিল ময়দানে। বারুয়াখালী মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে।’
জানা গেছে, এই মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের সামনে রয়েছে শ্রোতাদের বসার জন্য শামিয়ানা টাঙানো বড় ময়দান।প্রায় অর্ধ কিলোমিটার জায়গাজুড়ে বানানো হয়েছে অজুখানা।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মাহফিল দিয়ে বিভাগভিত্তিক মাহফিল শুরু করেন আজহারী। এরপর পর্যায়ক্রমে সবগুলো বিভাগের বিভিন্ন শহরে মাহফিল করেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী ও চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেন ইসলামিক বক্তা।