Logo
Logo
×

জাতীয়

হাসিনার দম্ভে চূর্ণ ৩২ নম্বর

ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে দেশজুড়ে বুলডোজার কর্মসূচি

# ২৩ জেলায় আওয়ামী লীগের প্রভাবশালী ২৪ নেতার বাড়িসহ বিভিন্ন স্থানে দলীয় স্থাপনা, নামফলক ও ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৪ এএম

ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে দেশজুড়ে বুলডোজার কর্মসূচি

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দম্ভের কারণেই মূলত চূর্ণ হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের ভবন। তিনি ভারতে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য না দিলে এরকম ঘটনা ঘটত না। পালিয়ে যাওয়ার পর থেকে পতিত এ স্বৈরাচার অব্যাহতভাবে প্রতিশোধপরায়ণ বক্তব্য দিয়ে আসছেন। সবশেষ তিনি বুধবার রাতেও অডিও লাইভে এসে ছাত্র-জনতার বিরুদ্ধে বিষোদ্গার করেন। এর ফলে বিক্ষুব্ধ জনতার ক্রোধ হামলে পড়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার অনেকের পক্ষ থেকে ঘোষিত হয় ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’। 

রাত ৮টা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিল যখন ধানমন্ডির-৩২ নম্বরে ঢেউ তোলে, তখন খুলনার আলোচিত ‘শেখবাড়ি’ এবং কুষ্টিয়া, নোয়াখালী, ভোলা, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রথমসারির বেশ কয়েকজন বিতর্কিত নেতার বাড়িতেও বুলডোজার মিছিল পৌঁছে যায়। এরপর একদিকে রাতভর ধানমন্ডির ৩২ নম্বরে হাজার হাজার জনতার হাতুড়ি-শাবলে চলছিল ক্ষোভের আঘাত, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের শেষ চিহ্ন মুছে দিতে চলে ভাঙচুর। এভাবে বিপ্লবের রাত যখন ভোর হয়, ততক্ষণে প্রায় কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে থাকে ৩২ নম্বরের বাড়িটি। আর এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের এ ঐতিহাসিক সূতিকাগার মাটিতে মিশিয়ে দেওয়ার শেষ প্রস্তুতি চলছিল। সবার চোখে-মুখে একটাই শপথ ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে না যাওয়া পর্যন্ত বুলডোজার কর্মসূচি চলবে। 

যুগান্তরের জেলা প্রতিনিধিরা জানান, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের বাসাবাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। কলেজ-বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনাসহ শেখ পরিবারের সদস্যদের নামফলকও ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদের, ভোলায় তোফায়েল আহমেদ, বরিশালে আবুল হাসানাত আবদুল­াহ, রাজশাহীর বাঘায় শাহরিয়ার আলম, খুলনায় শেখ হেলাল উদ্দিন, কুমিল্লা বাহাউদ্দীন বাহার, পিরোজপুরে একেএমএ আউয়াল, নাটোরে শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের অন্তত ২৪ নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে। 

এছাড়া কুমিল্লা, যশোর, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, মাদারীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, বাগেরহাট, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ৩৭টি ম্যুরাল, আওয়ামী লীগের ১০টি কার্যালয় এবং বেশ কয়েকটি নামফলক ভেঙে ফেলা হয়েছে। 

এদিকে এ বিপ্লবী কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতার অনেকে যুগান্তরকে জানিয়েছেন, এখানে যা হচ্ছে তার সবই ফ্যাসিস্ট হাসিনার কর্মের ফল। ষোলো বছরে তার নিপীড়ন-নির্যাতনে সারা দেশের বেশির ভাগ মানুষ প্রতিমুহূর্ত আতঙ্কে পার করেছে। খুন, গুম হওয়া বহু মানুষের স্বজনের চোখের পানি এখনো শুকায়নি। ভোট ও ভাতের অধিকার দেওয়ার কথা বলে জনগণের সঙ্গে তামাশা করেছেন শেখ হাসিনা। তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। উন্নয়নের নামে লুটপাট করেছেন। টাকা পাচার করে ব্যাংকগুলো খালি করে দিয়েছেন। এরপরও জোর করে ক্ষমতায় থাকার জন্য ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া হাজার হাজার ছাত্র-জনতার বুকের ওপর গুলি চালিয়েছেন। হেলিকপ্টার থেকেও গুলি করে বাসাবাড়িতে থাকা শিশুদের গুলি করে মেরেছেন। দেড় হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩০ হাজারের কাছাকাছি। অনেকে চিরদিনের জন্য অন্ধ ও পঙ্গু হয়ে গেছেন। তাদের প্রশ্নএত মানুষের মৃত্যু কীভাবে ভুলে যাবে স্বজনরা। 

তারা বলেন, শাপলা চত্বরে জমায়েত হওয়া হেফাজতের সমাবেশে গভীর রাতে আলেম ও হাফেজদের ওপর বর্বরোচিত হামলার কথা মানুষ এখনো ভুলে যায়নি। মোদ্দা কথা, সব অত্যাচার-জুলুমের প্রতিশোধ এখন একস্রোতে এসে মিলে গেছে ৩২ নম্বরে। 

ধানমন্ডির এ ধ্বংসযজ্ঞের সামনে দাঁড়িয়ে যুগান্তর প্রতিবেদক যখন বিভিন্ন মানুষের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া শুনছিলেন, তখন এক যুবক এসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার দুটি লাইন শুনিয়ে বলেন, লিখে দেন ‘যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’। এটিই হলো ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য সঠিক জবাব।

ধানমন্ডি ৩২ বিধ্বস্ত কঙ্কাল : পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টায় ভাঙা অব্যাহত ছিল। ধ্বংসস্ত‚পের মধ্যে বাড়িটি কঙ্কালসার হয়ে কোনোমতে দাঁড়িয়ে আছে। 

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সরেজমিন দেখা যায়, বুধবার রাত ৮টা থেকে শুরু হয়ে রাতভর ক্রেন ও এক্সকেভেটর দিয়ে চলে ভাঙচুর। ফজরের পর নগরীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ধানমন্ডি ৩২ নম্বরে যান। সকালে ভারী যন্ত্র দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভবনটি ভাঙা শুরু হয়। ভবনের বড় কোনো অংশ ভেঙে পড়লে উৎসুক মানুষকে উল­াস করতে দেখা যায়। বেলা ১১টা পর্যন্ত বাড়িটির বেশির ভাগ অংশই ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় এক্সকেভেটর সরিয়ে নেওয়া হলে বিক্ষুব্ধ জনতা হাতুড়ি, শাবল, রডসহ বিভিন্ন হালকা যন্ত্র দিয়ে ভাঙার কাজ শুরু করে। তখনো ভবনগুলোয় আগুন জ্বলছিল। এর মধ্যে বাড়ির আঙিনায় থাকা ছোট-বড় সব গাছ উপড়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত অনেকের সঙ্গেই কথা হয় যুগান্তর প্রতিবেদকের।  তারা বলেন, শেখ হাসিনার প্রতি মানুষের তীব্র ক্ষোভ থেকেই আজকের এ পরিণতি। স্বৈরাচারের কোনো চিহ্ন তারা আর রাখতে চান না। তারা আরও বলেন, এ ঘটনা থেকে ভবিষ্যতে যারা স্বৈরাচার হতে চেষ্টা করবে, তারা যেন শিক্ষা নেয়।

আজিজুর রহমান নামের একজন বলেন, আমি দেখতে এসেছি। আসলে ক্ষোভ থেকেই মানুষ এগুলো করছে। শেখ হাসিনার অন্যায়-অপরাধের কারণে আজকের এ পরিণতি। রাসেল নামের একজন বলেন, স্বৈরাচারদের কী পরিণতি হয়, এ ঘটনা তার উদাহরণ হয়ে থাকুক।

বেলা ১১টার দিকে দেখা যায়, ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভবনটির পেছনে (উত্তরদিকে) ছয়তলা ভবন তথা বঙ্গবন্ধু স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের অফিস ভাঙা হচ্ছে। ট্রাস্ট ভবনের ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যায় নিম্ন-আয়ের মানুষ ও ভাসমান লোকজন। ওই সময় পর্যন্ত স্মৃতি জাদুঘর ও অফিস ভবনের বেশির ভাগ অংশই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

তখন ট্রাস্টের ছয়তলা ভবনটিতে শত শত মানুষ ঢুকে নানা জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। কেউ কেউ হাতুড়ি দিয়ে দরজা, জানালা, লিফটের লোহার পাত, বিদ্যুৎ, পানির সংযোগের পাইপসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে নিয়ে যান। অনেকে নিয়ে যান বইসহ বিভিন্ন সরঞ্জাম। বইগুলোর বেশির ভাগই শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা। ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিউম-৩’, ‘জনসমুদ্রে এক মহামানব’, ‘জাতির জনক ও শেখ রাসেল’সহ শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা বহু পুরোনো পত্রিকাও রয়েছে।

দেখা যায়, ভাঙা সরঞ্জাম নিয়ে ভবনের সামনেই একটি রিকশা-ভ্যানে ভাঙারি পণ্য হিসাবে বিক্রি করছেন। আবার অনেকে রিকশা ও ভ্যানে করে সেগুলো বিভিন্নদিকে নিয়ে যান। তাদের সঙ্গে কথা বললে জানান, এসব সরঞ্জাম ভাঙারি হিসাবে বিক্রি করবেন।

মোহাম্মদপুরের রিকশাচালক রফিক মিয়া বলেন, শেখ হাসিনা মানুষকে অনেক অত্যাচার করেছে। এ কারণে মানুষ রাগে-ক্ষোভে তার বাড়িঘর পুড়ে ভেঙে জ্বালিয়ে দিয়েছে। আমরা গরিব মানুষ। এসব পোড়া জিনিসপত্র খুলে নিয়ে ভাঙারি হিসাবে বিক্রি করব। কেন এসব নিয়ে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, বাস্তবে হিসাব করলে এসব আমাদেরই সম্পদ। হাসিনা তো জনগণের সম্পদ লুট করেছে। 

সবুর নামে এক দিনমজুর বলেন, সকালে শেখ মুজিবের বাড়ি দেখতে এসেছিলাম। তখন অনেককে হাতুড়ি ও শাবল দিয়ে ভাঙতে দেখে আমিও কিছু জিনিস ভেঙে নিয়েছি।

বাড়িটির ভাঙা অংশ থেকে হেকসো ব্লেড দিয়ে রড কেটে নিয়ে যেতে দেখা যায় এক ব্যক্তিকে। কয়েকজনকে দেখা যায় ভারী হাতুড়ি দিয়ে কংক্রিট ভেঙে সংগ্রহ করছেন রড। বাড়ির পেছনে পড়ে থাকা তিনটি পোড়া গাড়ি থেকে ইঞ্জিন আগেই খুলে নেওয়া হয়েছে। বিকালেও কয়েকজনকে হেকসো ব্লেড দিয়ে গাড়িসহ ভবনগুলোর অবশিষ্ট অংশ কেটে নিয়ে যাচ্ছেন।

এদিকে সারা দিন বাড়িটির সামনের সড়কে বিক্ষুব্ধ মানুষের ভিড় লেগেই ছিল। অনেকেই এসেছিলেন দেখতে। উৎসুক জনতার অনেকেই এ দৃশ্য ধারণ করেছেন নিজের মোবাইল ফোনে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করছিলেন। মাঝবয়সি একজনকে দেখা গেল ভিডিও ফোনে বন্ধু বা স্বজন কাউকে ফোন দিয়ে দেখানোর চেষ্টা করছেন সর্বশেষ অবস্থা। অনেকেই ধ্বংসস্ত‚পের সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলে দিনটিকে স্মৃতির পাতায় বন্দি করেন। পৌনে ৪টার দিকে কয়েকজন তরুণকে দেখা গেল পশ্চিমপাশের ভবনের তিনতলায় দাঁড়িয়ে জাতীয় পতাকা উড়াচ্ছেন। এসময় নিজ থেকে অনেকেই নানা স্লোগান দিচ্ছিলেন।

বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ির সামনে একটি গরু জবাই করতে দেখা যায়। এ সময় সেখানে সাধারণ মানুষের জটলা বেঁধে যায়। এর মধ্যে কেউ কেউ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই ঐক্যজোট নামের একটি সংগঠনের পক্ষ থেকে গুরুটি আনা হয়। তবে গরু জবাই করা হলেও কিছুক্ষণ পরে মাংস কাটার জন্য গরুটি সরিয়ে নিতে দেখা যায়। 

নারীসহ দুজনকে পিটুনি : ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে নারীসহ দুজনকে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি সহমর্মিতা দেখিয়ে আক্ষেপ করে কথা বলায় তাদের পিটুনি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এর কিছুক্ষণ পরে সালোয়ার-কামিজ পরিহিত মধ্যবয়সি এক নারী ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে নানা কথা বলতে থাকেন। ওই নারী বাড়িটিকে ‘আপার বাড়ি’, ‘আহা হাসু আপার বাড়ির কী অবস্থা করল’ এমন আরও নানা কথা বলতে থাকেন। তখন সেখানে থাকা ক্ষুব্ধ জনতা তাকেও পিটুনি দেন।

সুধা সদনে যা ঘটেছে : বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধানমন্ডি-৫-এ অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন জ্বলছে। বাড়িটির সামনে ফ্রিজ, খাট, ওয়্যারড্রব, সোফাসহ নানা সামগ্রী নিয়ে যাওয়ার জন্য জড়ো করেছেন ছিন্নমূল মানুষ। চারতলা ভবনের সব কক্ষেই ব্যাপক ভাঙচুর চালানো এবং আগুনের চিহ্ন দেখা যায়। ধোঁয়ার কারণে ওপরে ওঠা যাচ্ছিল না। বিকাল ৩টার দিকে দেখা যায়, বাড়িটিতে যা কিছু ছিল, সব খুলে নিয়ে গেছে সাধারণ মানুষ। দেওয়ালে লাগানো বৈদ্যুতিক তার, স্যানিটারি পাইপ, জানালার গ্রিলসহ অবশিষ্ট যা ছিল সবই নিয়ে যায়। 

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডি-৩২-এ আগুন দেওয়ার পর সুধা সদনে আগুন দেওয়া হয়। তখন পরিস্থিতি অনুক‚লে না থাকায় ফায়ার সার্ভিসের কোনো গাড়ি সেখানে গিয়ে আগুন নেভাতে পারেনি।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর শেখ হাসিনা ভাষণ দিলে ধানমন্ডির ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে অনেককে ফেসবুকে পোস্ট দিতে দেখা যায়। বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬১ সালের ১ অক্টোবর থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের তিনতলা এ বাড়িটিতে বসবাস শুরু করেন। ১৯৬২ সালের আইয়ুববিরোধী আন্দোলন থেকে শুরু করে ৬৬ সালের ছয় দফা, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১-এর শুরুতে অসহযোগ আন্দোলনসহ বাংলাদেশের ইতিহাসের নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী এই বাড়ি।

ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নোয়াখালীতে ওবায়দুল কাদের : বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে কাদেরের বাড়িতে মিছিল নিয়ে যায় ছাত্রজনতা। প্রথমে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি, শাবল দিয়ে ভাঙা হয়। এরপর কাদেরের একতলা ভবন এবং ছোট ভাই শাহাদাত মির্জার ভবন ভাঙচুর করা হয়। এর আগে ৫ আগস্ট বিকালে একই বাড়ির পাঁচটি বসতঘর ও দুটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। এ সময় বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যেতে দেখা যায়।

ভোলায় তোফায়েল আহমেদ : শহরের গাজীপুর রোডে বুধবার রাত পৌনে ১টায় তোফায়েল আহমেদের ‘প্রিয় কুঠির’ নামের দ্বিতল বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসা থেকে বিভিন্ন আসবাবপত্র সড়কে এনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস বা পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসার সামনে হ্যান্ডমাইকে জয় বাংলার গান বাজিয়ে নাচতে থাকে। 

খুলনায় শেখ বাড়ি : খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। এই বাড়িটিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, সেখ জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেল বসবাস করতেন। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’। বুধবার মধ্যরাত পর্যন্ত চলে ভাঙচুরের কাজ। এরপর বৃহস্পতিবার সকালে ফের বাড়ি ভাঙার কাজ শুরু করে ছাত্র-জনতা। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও বঙ্গবন্ধু হলের সামনে এবং খুলনার বিএল কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শেখ মুজিবের দুটি ম্যুরাল ভাঙচুর করে। এছাড়া নগরীর দোলখোলা মোড়ে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

বাঘায় শাহরিয়ার আলম : রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভার চকসিংগায় বৃহস্পতিবার দুপুরে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে জনতা। চার তলা বাড়িটির কেয়ারটেকার জসিম উদ্দিন জানান, প্রথমে তারা বাড়িতে ভাঙচুর চালায়। পরে আগুন ধরিয়ে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বরিশালে আবুল হাসানাত আব্দুল্লাহ : বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর কালীবাড়ি রোডের বাসভবন। তবে টানা আড়াই ঘণ্টা চেষ্টার পরও আমির হোসেন আমুর বাসভবনের একটি ইটও ভাঙতে পারেনি শক্তিশালী বুলডোজার।  

লক্ষ্মীপুরে ৪ নেতার বাড়ি : লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বহুতল ভবন ভেঙে ফেলা হয়েছে। এরমধ্যে লোটাসের ভবন ছাড়া অন্য নেতাদের ভবনগুলোতে ৪, ৫, ৬ আগস্টও দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। 

কুমিল্লায় বাহাউদ্দীন বাহার : বুধবার রাত ১২টার দিকে নগরীতে সাবেক এমপি বাহাউদ্দীন বাহারের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময় মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে ছাত্র-জনতা। এরআগে নগরীর টাউন হল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হানের নেতৃত্বে ছাত্র-জনতার একটি মিছিল কান্দিরপাড় এলাকা প্রদক্ষিণ করে। এ সময় স্লোগানে প্রকম্পিত হয় নগরী। 

পিরোজপুরে একেএমএ আউয়ালসহ পাঁচ নেতা : বুধবার রাত ১টায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। এ ছাড়া শহরতলীর কালিকাঠী গ্রামে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল হাই ও ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগিরের বাড়িতে আগুন দেওয়া হয়। 

টঙ্গীতে জাহিদ আহসান রাসেল : বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী নোয়াগাঁওয়ে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

ফতুল্লায় ভেঙে ফেলা হয়েছে বায়তুল আমান ভবন : বৃহস্পতিবার সন্ধ্যায় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের জন্মস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বায়তুল আমান ভবন। শহরের চাষাঢ়া মোড়ে অবস্থিত ভবনটি ভাঙার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় জনতাও যোগ দেয়। 

নাটোরে সাবেক এমপি শিমুল : সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের আলোচিত বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টায় মিছিল গিয়ে শহরের কান্দিভিটুয়ায় এ ঘটনা ঘটে। 

এ ছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাসভবন গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বাগেরহাটের রামপালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের বাড়ি ও অফিস ভাঙচুর করা হয়েছে। পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের শহরের বাড়িতে ভাঙচুর করছে ছাত্র-জনতা। কুষ্টিয়ায় বুধবার রাত ১০টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে ছাত্র-জনতা মাহবুব-উল আলম হানিফের বাড়ি ভাঙচুর করে।

বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ পরিবারের নামফলক ভাঙচুর : যশোর নগরী এবং অভয়নগর, ঝিকরগাছা ও কেশবপুরে ৭টি স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। 

এ ছাড়া শহরের বিভিন্ন সরকারি দপ্তরে শেখ হাসিনার নামফলক ভেঙে দেওয়া হয়। কুমিল্লায় আদালত প্রাঙ্গণ ও নগর উদ্যানের পাশে বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও গোলাপগঞ্জে দুটি, নারায়ণগঞ্জে জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয় ও জেলা-দায়রা জজ আদালতের সামনে তিনটি ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন, জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের সামনে পাঁচটি, চুয়াডাঙ্গায় দুটি, ময়মনসিংহ ও ত্রিশালে দুটি, কিশোরগঞ্জে একটি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একটি ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ম্যুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা। শেখ হাসিনা হলের সামনে শেখ হাসিনার ম্যুরালও ভেঙে ফেলে তারা। এছাড়া শেখ রাসেল হলের শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ নাম রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরাও হলের নামফলক ভেঙে ফেলেন। রাজশাহী কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে আবক্ষ ম্যুরাল ভেঙে ফেলে শিক্ষার্থীরা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক ভেঙে ফেলা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নামফলক খুলে ফেলা হয়েছে। বরগুনার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ হাসিনার নামফলকও ভেঙে ফেলা হয়েছে। 

এছাড়া ঝিনাইদহ শহরের বাসস্ট্যান্ড ও শিল্পকলা একাডেমি চত্বরে দুটি ম্যুরাল ভাঙা হয়েছে। বাগেরহাটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পৌর পার্ক, শহিদ মিনারের সামনে তিনটি এবং মোংলায় পৌর শিশুপার্ক, মুক্তিযোদ্ধা ভবন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনটি ম্যুরাল ভেঙে ফেলা হয়। 

বিভিন্ন স্থানে আ.লীগ অফিস ভাঙচুর : কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়ে সেটি পাবলিক টয়লেট ঘোষণা করেছে ছাত্র-জনতা। এ ছাড়া চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়, পাবনার ইশ্বরদীতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ও মাদারীপুর জেলা আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের অফিস ভাঙচুর করা হয়েছে। নওগাঁয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম