Logo
Logo
×

জাতীয়

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে মো. বাদিউল কবীরকে সভাপতি ও নিজাম উদ্দিন আহমেদকে মহাসচিব করা হয়েছে।

বুধবার রাতে জাতীয় প্রেসক্লাবে পরিষদের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে ১১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। 

পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী কমিটিতে মো. তৈহীদুর রহমান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।এ ছাড়া মোহাম্মদ শাহীন গোলাম রব্বানী, মো. মানজার হোসেন, মো. সোহরাব হোসেন, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল কাদের এবং জিল্লুর রহমান (রাশেদ) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন মো. নুরুজ্জামাল। যুগ্ম মহাসচিব হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, মো. আবুল কালাম আজাদ, মো. বাবুল আক্তার, মিজানুর রহমান (শিবলু) ও মো. সোহেল রানা। সাংগঠনিক সম্পাদক পদে মো. বেলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, আরিফুল ইসলাম, আবু বক্কর (সুমন), মো. ফিরোজ কবীর, মো. আলী রেজা, মোহাম্মদ রহমতুল্ল্যাহ বাবু ও মো. সাহেব আলী নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান, সহ-অর্থ সম্পাদক মো. মতিউর রহমান ও মো. নুরুল আলম, দপ্তর সম্পাদক মো. আব্দুস সবুর, সহ-দপ্তর সম্পাদক মো. আশরাফুল ইসলাম ও মো. বায়জিদ হাসান এবং প্রচার সম্পাদক সুমন মিজানুর রহমানসহ বিভিন্ন পদে মোট ১১৫ জন নির্বাচিত হয়েছেন।

সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীরের সভাপতিত্বে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এএসএম আব্দুল হালিম কাউন্সিল উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম