ভাইরাল এক্স পোস্টটি ‘ডিফেন্স পাকিস্তান’র না
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম
![ভাইরাল এক্স পোস্টটি ‘ডিফেন্স পাকিস্তান’র না](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/100-67a485ab69626.jpg)
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুতির ৬ মাস পর প্রথমবার জনসম্মুখে উসকানিমূলক ভাষণ দিয়েছেন পালিয়ে থাকা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। ফলশ্রুতিতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়ি ভাঙার উদ্যোগ নেয় ছাত্র-জনতা। ফ্যাসিবাদের আইকন হিসেবে চিহ্নিত করে ওই বাড়িটি ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
সেই ঘটনার কয়েকটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে
‘ডিফেন্স পাকিস্তান’ নামের
একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। যা রীতিমতো ভাইরাল। কিন্তু সেই পোস্টটি পাকিস্তান
সরকারের নয় বলে দাবি করেছে বাংলাদেশি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
ভাইরাল ওই পোস্টে বলা হয়, ‘বাংলাদেশি
বিপ্লবীরা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি-৩২ এর বাসভবন ভেঙে ফেলেছে। এই একই স্থানে বসে তিনি
পাকিস্তান ভাঙার জন্য ভারতের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। এর মাধ্যমে বাংলাদেশের মুজিবুর
রহমানের আর কোনো অবশিষ্টাংশ রইলো না।’
রিউমর স্ক্যানার অনুসন্ধান করে জানিয়েছে, প্রচারিত পোস্টের এক্স
অ্যাকাউন্টটি পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল
কোনো অ্যাকাউন্ট না।
তাদের মতে, অ্যাকাউন্টে দেওয়া তথ্য জানাচ্ছে এটি একটি ব্যক্তিগত প্রোফাইল। যা একজন প্রতিরক্ষা বিশ্লেষক ও সাংবাদিক পরিচালনা করেন। প্রকৃতপক্ষে, ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়
তাতে ‘ডিফেন্স পাকিস্তান’
নামে একটি ভেরিফাইড এক্স অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট প্রচার করা হয়েছে এবং দাবি
করা হয়েছে, উল্লিখিত অ্যাকাউন্টটি পাকিস্তান সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
অ্যাকাউন্টটি প্রতিরক্ষা, ভূরাজনীতি, বৈশ্বিক সংঘাত এবং আফগানিস্তান
সম্পর্কিত বিষয় নিয়ে পোস্ট করে। অ্যাকাউন্টটির নামের পাশে ভেরিফাইড চিহ্ন থাকলেও
এটি এক্স প্ল্যাটফর্মের পেইড সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে আনা। ২০২১ সালে চালু হওয়া
এই মডেলে নির্দিষ্ট একটি মাসিক ফি প্রদান করে যেকোনো ব্যবহারকারী ব্লু টিক ভেরিফিকেশন
পেতে পারেন। তাই ভেরিফাইড চিহ্ন থাকলেও এটি কোনো সরকারি বা অফিসিয়াল সংস্থার প্রতিনিধিত্ব
করে না।