ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর-আগুন, দেখুন ছবিতে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম
পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণ দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাত ৮টার দিকে শত শত মানুষ সেখানে গিয়ে ভাঙচুর শুরু করেন। পরে তাদের সঙ্গে আরও মানুষ যোগ দেন। ভাঙচুরের একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে বাড়ির তৃতীয় তলায় আগুন দেওয়া হয়। পরে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙা হয়। রাতে কিছুটা বিরতি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আবার ভাঙা শুরু হয়েছে। ছবিতে দেখুন ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের চিত্র।