Logo
Logo
×

জাতীয়

কাঠগড়ায় মোবাইলে কথা বললেন শিবলী রুবাইয়াত!

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

কাঠগড়ায় মোবাইলে কথা বললেন শিবলী রুবাইয়াত!

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বিচারক এজলাস থেকে নেমে খাস কামরায় যান।

এসময় আইনজীবীরা তার সঙ্গে কথা বলতে থাকেন। এক পর্যায়ে বিকাল ৪টা ৫৪ মিনিটে আইনজীবী তার (শিবলী) কাছে ফোন দেন। তখন তিনি কাঠগড়ায় রাখা বেঞ্চে বসে কথা বলতে থাকেন। দায়িত্বরত পুলিশ সর্তক করলেও তিনি হাত দেখিয়ে দুই মিনিট কথা বলার আকুতি জানান।

এরপর ৪টা ৫৬ মিনিটে তিনি কথা বলা শেষ করেন। আইনজীবীকে মোবাইল ফেরত দেন৷ এরপর পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে থাকেন। পরে ৫টার পর তাকে আদালত থেকে হাজতখানায় আনা হয়।

এদিন বিকাল সাড়ে চারটার দিকে তাকে আদালতে হাজির করা হয়৷ এরপর তাকে আদালতে তোলা হয়৷ এসময় দুদক তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। তখন আসামিপক্ষে একাধিক আইনজীবী ওকালতনামায় স্বাক্ষর নিতে চান। তখন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে রিমান্ডের বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকার ধানমন্ডি থেকে শিবলী রুবাইয়াত উল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মাসুদুর রহমান বুধবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম (৫৭), মোনার্ক হোল্ডিং ইনকর্পোরেশনের চেয়ারম্যান জাবেদ এ মতিন, ঝিন বাংলা ফেব্রিক্সের প্রোপাইটর আরিফুল ইসলাম (৭৮), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দিলকুশা শাখার ফরেন এক্সচেঞ্জ বিভাগের সাবেক ইনচার্জ এবং বর্তমান এফএভিপি ইসরাত জাহন (৪৬), ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন (৫৪) ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দিলকুশা শাখার সাবেক ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ (৫৬)।

মামলার অভিযোগে বলা হয়, আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে হতে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় মোনার্ক হোল্ডিংস লিমিটেড নামে ব্রেকারেজ হাউজের পরিচালক আসামি জাভেদ এ. মতিনের আমেরিকান নামসর্বস্ব মোনার্ক হোল্ডিং নামক কোম্পানির ব্যাংক হিসাব হতে চারটি ট্রান্সজেকশনের মাধ্যমে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ১ কোটি ৯২ লাখ টাকা প্রেরণ করেন। আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গৃহীত ঘুসকে বৈধতা প্রদানে জন্য অপর আসামি জাভেদ এ মতিনকে অ্যাকর্ড অ্যাপারেল ইনকর্পোরেশন, ইউএসএ-এর চেয়ারম্যান দেখিয়ে একটি ভুয়া বাড়িভাড়া চুক্তি করেন।

এদিকে রুবাইয়াতের বিরুদ্ধে মামলায় দন্ডবিধির ১৬১, ১৬৫ (এ), ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারার অভিযোগ আনা হয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম