Logo
Logo
×

জাতীয়

বিবিসি বাংলার নিউজে ফ্যাসিস্ট হাসিনাকে ‘একনায়ক’ আখ্যা, প্রেস সচিবের আপত্তি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম

বিবিসি বাংলার নিউজে ফ্যাসিস্ট হাসিনাকে ‘একনায়ক’ আখ্যা, প্রেস সচিবের আপত্তি

ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট পতন ঘটে স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা স্বৈরশাসক শেখ হাসিনার। 

ছাত্র-জনতার অভূতপূর্ব এই অভ্যুত্থানের তিন দিনের মাথায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আজ বুধবার অভ্যুত্থান ও সরকারের ছয় মাস পূর্ণ হলো।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদি দুঃশাসনে ভেঙে পড়া দেশের অর্থনীতি, আর্থিক ও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ভগ্নদশা থেকে বের করে আনতে কাজ শুরু করে।  কিন্তু এই চেষ্টায় উল্লেখযোগ্য সফলতা পায়নি তারা।

যার ফলে অভ্যুত্থান পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে এখন চলছে নানা হিসাব-নিকাশ। 

আর এসব হিসাব-নিকাশ ও অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতার দিকগুলো তুলে ধরে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। 

‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা?’ শিরোনামে গণমাধ্যমটির প্রকাশিত ওই প্রতিবেদনের এক জায়গায় বলা হয়, শেখ হাসিনার টানা সাড়ে ১৫ বছরের শাসনের পতনের পর আর্থ-সামাজিক ও রাজনৈতিক দিক থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে; সেই আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয়েছিল ‘একনায়কতান্ত্রিক’ শাসনের।

তবে প্রকাশিত এই প্রতিবেদনে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে সংবাদমাধ্যমটি হাসিনার শাসনামলকে ‘একনায়কতান্ত্রিক’ শাসন বলে উল্লেখ করেছে। যা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা-সমালোচনার।

উল্লেখিত এই শব্দটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী শাসন নিয়ে প্রশ্ন রয়েছে বিবিসি বাংলার। সুতরাং, তারা হাসিনার ১৫ বছরের নৃশংস শাসনের বর্ণনা দিতে উদ্ধৃতি চিহ্ন দিয়ে–‘একনায়কতান্ত্রিক’- শব্দটি ব্যবহার করেছে। যা ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসনকে স্বাভাবিক করার একটা নির্লজ্জ প্রচেষ্টা।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম