পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম
![পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/Untitled-1-Recovered-67a247385f00b.jpg)
সারা দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। এসব সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে দুই দফা দাবিতে আন্দোলন করছেন। তারা দাবি করেছেন, এখন পর্যন্ত সমিতির ২৮ জন কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন। সাময়িক বরখাস্ত হয়েছেন ২৫ জন। শাস্তিমূলক বদলি ও স্ট্যান্ড রিলিজ করা হয়েছে কয়েকশ কর্মীকে।
এসব তথ্য জানিয়ে চাকরি পুনর্বহালের দাবি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে তাদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা। এতে বলা হয়, আরইবির মাধ্যমে দমন–পীড়ন ও নির্যাতন বন্ধ এবং কর্মকর্তা-কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
এর আগে মামলা প্রত্যাহার ও চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে ৩০ হাজার কর্মকর্তা-কর্মচারীর স্বাক্ষর নিয়ে গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা। গত বছরের জানুয়ারি থেকে দুই দফা দাবিতে টানা কর্মবিরতিসহ বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। দুই দফার মধ্যে আছে আরইবি ও সমিতি একীভূত করা এবং সমিতির অনিয়মিত কর্মীদের স্থায়ী চাকরিতে নেওয়া। একপর্যায়ে তাদের একজনের গ্রেফতারকে কেন্দ্র করে গত অক্টোবরে বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ করে দেন তারা। এর পর থেকেই রাষ্ট্রদ্রোহিতার মামলাসহ বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে থাকে আরইবি।
লিখিত বক্তব্যে পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ফেসবুকে মন্তব্য করা নিয়ে গত ২১ জানুয়ারি ভোলা সমিতির দুজন ও পটুয়াখালী সমিতির একজন মিটার রিডারকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে।