Logo
Logo
×

জাতীয়

এমপিওভুক্ত মাদ্রাসায় কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া যথাযথ ব্যবহারের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম

এমপিওভুক্ত মাদ্রাসায় কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া যথাযথ ব্যবহারের নির্দেশ

দেশের এমপিওভুক্ত সব মাদ্রাসায় কম্পিউটার ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ যথাযথ ব্যবহারে নির্দেশনা দিয়েছে সরকার। 

রোববার মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। 

মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব মাদ্রাসা প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত যেসব মাদ্রাসায় কম্পিউটার ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করা হয়েছে সেগুলোর বেশিরভাগ অচল/অব্যবহৃত রয়েছে যা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা পরিপন্থি। এতে মাদ্রাসা শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব স্তরের এমপিওভুক্ত মাদ্রাসায় কম্পিউটার ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ব্যবহার উপযোগীকরণের জন্য অনুরোধ করা হলো। 

উল্লেখ্য, কোনো মাদ্রাসায় কম্পিউটার ডিজিটাল ল্যাব/মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ সচল না থাকলে সংশ্লিষ্ট কর্মচারী/শিক্ষক/প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে এমপিও স্থগিতসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম