Logo
Logo
×

জাতীয়

শাজাহান খান ও স্ত্রী-সন্তানের নামে তিন মামলার সিদ্ধান্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম

শাজাহান খান ও স্ত্রী-সন্তানের নামে তিন মামলার সিদ্ধান্ত

সাবেক নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খান। ফাইল ছবি

সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদক তিনটি মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থ মানিলন্ডারিং করার অভিযোগ রয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক নৌপরিবহণ মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন। এছাড়াও তার নিজের নামে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকয়া বেগম স্বামীর ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, দন্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও শাজাহান খানের ছেলে মো. আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়ে ঐশি খান ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়ায় তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম