ইজতেমার মাঠে পবিত্র বন্ধনে জড়ালেন ১২৬ তরুণ-তরুণী
পূর্ব ও পশ্চিম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। এতে পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন ১২৬ জন তরুণ-তরুণী।
শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলীর (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়।
শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিবারের মতো এবারও ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান। শনিবার যোহরের আগ পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকের তালিকা সংগ্রহ করা হয়। অভিভাবকদের সম্মতিতে আসরের নামাজের পর এই বিয়ের কাজ সম্পন্ন করা হয় তালিকাভুক্তদের।
তিনি আরও জানান, ওই বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবকরা।
ইজতেমার মাঠে বিয়ে করেছেন হাফেজ নাজমুস সাকিব। বিয়ে শেষে তিনি যুগান্তরকে জানান, মোহরে ফাতেমি অনুসারে আজ বিয়ে করেছি। অনেক মুসল্লির উপস্থিতিতে বিয়ে হয়েছে আমাদের। আমার স্ত্রীর সম্মতি নিয়ে তার বাবা ময়দানে এসেছেন। এই বিয়ে আমার কাছে অনেক বরকতময়। নিশ্চয়ই আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখ ও সহজ করে দেবেন।