
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৩৮ এএম
পাহাড়ের সমস্যা সমাধানে ভূমি কমিশন পুনর্গঠন করা হবে: পার্বত্য উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পিএম

আরও পড়ুন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি জটিলতা নিরসনে গঠিত ভূমি কমিশন দ্রুত পুনর্গঠন করে কাজ শুরু করা হবে। এটি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি।
তিনি বলেন, পাহাড়ের অর্থনীতি অনেকটাই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। এখন পর্যটনের মৌসুম, তাই বান্দরবানের পর্যটন স্পটগুলো শতভাগ খুলে দেয়ার বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। যেহেতু এটি নিরাপত্তা বিষয়ক সমস্যা, তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ নিরাপত্তায় নিয়োজিত সরকারের সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে আগামী আইনশৃংখলা সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার বান্দরবান কালেক্টরেট স্কুলের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ব্রিফিংয়ে পার্বত্য উপদেষ্টা এসব কথা বলেন। পরে তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদের নবনির্মিত চারতলা প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করেন।
এ সময় অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।