Logo
Logo
×

জাতীয়

‘না জেনেই ভারতে ঢুকে পড়া’ ১২ বাংলাদেশি জেলের মুক্তি

Icon

বিবিসি বাংলা

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

‘না জেনেই ভারতে ঢুকে পড়া’ ১২ বাংলাদেশি জেলের মুক্তি

ভারতের পশ্চিমবঙ্গে জেল থেকে মঙ্গলবার ছাড়া পেয়েছেন ১২ বাংলাদেশি মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার জেল থেকে এদিন তাদের ছেড়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। 

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মাছ ধরার নৌকা ডুবে গেলে তারা পশ্চিম বঙ্গের সুন্দরবন এলাকার পাথরপ্রতিমার কূলে এসে ওঠেন। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ দায়ের হয় তাদের বিরুদ্ধে।

পরে ভারত সরকার আদালতে এদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয় এ যুক্তিতে যে এরা আসলে দুর্ঘটনার শিকার এবং না-জেনেই ভারতে ঢুকে পড়েছিলেন।

এর পরেই দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ আদালত বৃহস্পতিবার তাদের মুক্তি দেয়। শনিবার ডায়মন্ড হারবার কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর কাকদ্বীপ থানার ওসির হাতে ওই মৎস্যজীবীদের তুলে দেওয়া হয়।

সরকারি সূত্রগুলো জানাচ্ছে, বাংলাদেশের কারাগারে পশ্চিমবঙ্গের ৯০ জনেরও বেশি মৎস্যজীবী আটক আছেন। এই বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হলে বাংলাদেশ থেকেও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হবে, ধারণা করা হচ্ছে এই আশাতেই বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে সরকার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম