পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
![পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/15/TI,ur-675e78af315c6.jpg)
ছবি: সংগৃহীত
চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শনিবার রাত সাড়ে ১০টার পর তিনি ঢাকায় এসে পৌঁছান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে জোসে রামোস হোর্তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।
১৪ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে।
তার সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে বলে জানা গেছে।
১৯৭১ সালে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় উপলক্ষে ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন রামোস হোর্তা। এছাড়া বাংলাদেশি ছাত্র ও তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।