Logo
Logo
×

জাতীয়

সাবেক এমপি সোলাইমান কারাগারে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পিএম

সাবেক এমপি সোলাইমান কারাগারে

মো. সোলাইমানছবি: সংগৃহীত

লালবাগ থানায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ-সদস্য (এমপি) মো. সোলাইমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার মহানগর হাকিম মো. রাগীব নুরের আদালত এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তবে, তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

১৩ নভেম্বর রাজধানীর হাজারীবাগ থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে র‌্যাব-২। ২৭ নভেম্বর এ মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। 

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি সোলাইমান সেলিমসহ ৫২ জনকে আসামি করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম