‘জাতীয় সঙ্গীত প্রসঙ্গে সরব, সার্বভৌমত্বে নিরব কেন’, প্রশ্ন আসিফ নজরুলের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পিএম
![‘জাতীয় সঙ্গীত প্রসঙ্গে সরব, সার্বভৌমত্বে নিরব কেন’, প্রশ্ন আসিফ নজরুলের](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/05/asif-py-6751961343eab.jpg)
ফাইল ছবি
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অনেকে নিরব কেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার বিকালে তার ভেরিফায়েড ফেসবুক
অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি।
তিনি লিখেন, জাতীয় সঙ্গীত প্রসঙ্গে যারা
সরব ছিলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তাদের অনেকে নিরব কেন।
এদিকে দেশের চলমান পরিস্থিতিতে এই স্ট্যাটাসটি
সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। বেশিরভাগ নেটিজেনরাই এই স্ট্যাটাসে তার সঙ্গে একাত্মতা
পোষণ করেছেন।
আতিক ইউ খান নামে একজন লিখেছেন, তাদের
মাঝে দেশপ্রেম নাই। যার কারণে তারা জাতীয় সংগীতে প্রেম খুঁজে। আর তার কারণ হলো জাতীয়
সঙ্গীতের রচয়িতা একজন ভারতীয়।
মো. সাইফুল ইসলাম নামে একজন লিখেছেন, এদের
কাছে দেশ বড় না, আওয়ামী চেতনা বড়। ফ্যাসিবাদী আওয়ামী চেতনা হচ্ছে হিন্দুস্তানের গোলামীর
চেতনা।