
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ এএম
সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার গ্রেফতার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

আরও পড়ুন
সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসীম উদ্দীনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
বুধবার দুপুরে জসীম উদ্দিনের গ্রেফতারের বিষয়টি যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম।
তিনি বলেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।