Logo
Logo
×

জাতীয়

আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ এএম

আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। 

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

এতে বলা হয়, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর তৎসংলগ্ন এলাকা ছাড়াও নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া উল্লেখিত এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে জানিয়ে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম