Logo
Logo
×

জাতীয়

চিন্ময়ের গ্রেফতারের বিষয়ে যা বললেন প্রেস সচিব

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩১ এএম

চিন্ময়ের গ্রেফতারের বিষয়ে যা বললেন প্রেস সচিব

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চিন্ময় দাস গ্রেফতার হয়েছেন বলে আমরা জানি। তার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পুলিশের ভূমিকা নিয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অ্যালার্ট ছিল। কিন্তু পাবলিক এক্সপেকটেশনের কারণে আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি। পুলিশ লাঠিচার্জ করুক, এটাও সরকার দেখতে চায় না।

তিনি আরও বলেন, আমরা মনিটরিং করছিলাম। সকালে একটা বাধাও দেওয়া হয়েছিল। কিন্তু আগের মতো ড্রিল বা দমানোর মতো পদক্ষেপ পুলিশ নেয়নি। যে ঘটনা ঘটেছে, সেটা অনাকাঙ্ক্ষিত।

এর আগে, সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম