সেমিনারে উপদেষ্টা আসিফ মাহমুদ
চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেওয়ার আহ্বান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
গত ১৬ বছরে চিকিৎসা খাতকে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে। গত ৪ আগস্ট মেডিকেল কলেজগুলো থেকে শান্তি সমাবেশ বের হওয়া তারই প্রমাণ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সেই সঙ্গে চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেওয়ারও আহ্বান জানান তিনি।
শনিবার (২৩ নভেম্বর) বিকালে ‘জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেন, চিকিৎসা খাত ছাড়া আরও অনেক খাতকে রাজনীতিকরণ করা হয়েছে। যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। ভবিষ্যতে সরকার বা রাজনৈতিক দলগুলো যেন বিষয়টির দিকে খেয়াল রাখে।
এ সময় সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
আন্দোলনে পাশে থাকার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় ক্যাম্পের মাধ্যমে আহতদের সেবা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েছিলেন।