Logo
Logo
×

জাতীয়

যে কারণে সামরিক শক্তি বাড়ানোর কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম

যে কারণে সামরিক শক্তি বাড়ানোর কথা বললেন  পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা সংকট এখন খুবই জটিল। দ্রুতই এর সমাধান হবে না। তবে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে সমঝোতা না করলে মিয়ানমারকেই বিপদে পড়তে হবে বলেও মনে করেন তিনি। এ সময় সামরিক শক্তি বাড়ানোর কথাও বলেন তিনি।

এ সময় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সঙ্গে তড়িঘড়ি করে চুক্তি সই ঠিক হয়নি বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। 

শনিবার (২৩ নভেম্বর) ঢাকায় বাংলাদেশের রোহিঙ্গা নীতির প্রশ্নে জাতীয় ঐকমত্য বিষয়ে অনুষ্ঠিত জাতীয় সংলাপে তিনি এমন মন্তব্য করেন। 

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এ সংলাপের আয়োজন করে।

পররাষ্ট্র উপদেষ্টার মতে, বাংলাদেশের সাথে রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা না করলে বিপদে পড়তে হবে মিয়ানমারকে, বিশ্ব সম্প্রদায়কে সাথে নিয়ে দেশটিকে এই বার্তা না দিতে পারলে সমস্যার সমাধান হবে না।

আরাকান আর্মি রাখাইনে ফ্যাক্টর হতে যাচ্ছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, তাদের সাথে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা কারও সাথে যুদ্ধ করতে চাই না। কিন্তু কেউ যেন আমাদের ব্যবহার করার সাহস না পায়, সেজন্য নিজেদের সামরিক শক্তি বাড়াতে হবে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম