Logo
Logo
×

জাতীয়

‘গণঅভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

‘গণঅভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে’

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপস করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাইছে। গণঅভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণঅভ্যুত্থান ও বর্তমান করণীয়’ নিয়ে উন্মুক্ত সভায় বক্তারা এসব কথা বলেন। সভার আয়োজন করে গণঅভ্যুত্থান সমর্থক মঞ্চ নামের একটি সংগঠন।

বক্তারা বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া, রাষ্ট্র  ও সংবিধান সংস্কার, গণহত্যার বিচার ও খুনিদের গ্রেফতার এবং আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়ার ক্ষেত্রে আপস করা হচ্ছে।

জাতীয় জনতা জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এতে শহিদ হন দুই হাজারের অধিক ছাত্র-তরুণ-শ্রমিক-জনতা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত তথা রাষ্ট্রের আমূল সংস্কার। জুলাই গণঅভ্যুত্থান ছিল সব ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, গুম, খুন ও গণহত্যার বিরুদ্ধে জনগণের গণরায় ও ইশতেহার। ছাত্রজনতা স্বপ্ন দেখেছিল একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, গণঅভ্যুত্থানের তিন মাস অতিবাহিত হতে না হতেই বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে দূরে সরে গিয়েছে।

আলোচনায় আরও বক্তব্য রাখেন-প্রকৌশলী মোনতাছির, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সার্বজনীন দলের নূর মোহাম্মদ মনির, শিক্ষার্থী নাফিউল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম