আজ ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৯:১৪ এএম
![আজ ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/22/236598-673ff72d7f417.jpg)
তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করতে চার দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিদি দল।
প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ, স্টেট অব স্টেটের পক্ষে এবং ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি৷
শুক্রবার (২২ নভেম্বর) তারা ঢাকায় আসবেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর হবে। শুক্রবার-সোমবার (২২- ২৫ নভেম্বর) ঢাকায় অবস্থান করবেন তারা।
তাদের সফরের সময়, প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে দেখা করবে। প্রতিনিধি দলটি আমেরিকান কোম্পানীর প্রতিনিধিদেরকে Bady-made garme obal-এর ফিডব্যাক দিতে নিযুক্ত করবে।
এই সফরে অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান; সেই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি এবং উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রগতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের ওপর জোর দেয়া হয়েছে।