এশিয়াটিক সোসাইটির সেমিনার
জনবান্ধব ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গুর ভয়াবহতা ঠেকানো সম্ভব নয়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:২৩ পিএম
বহুমাত্রিক ও জনবান্ধব ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গুর ভয়াবহতা ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এডিস মশা নির্মূল করতে হলে পরিকল্পিত নগরায়ণ গড়ে তোলার মাধ্যমে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে। এ কাজে দক্ষ মনিটরিংয়ের পাশাপাশি মূল্যায়নে জাতীয় এবং আন্তর্জাতিক সমন্বয় নিশ্চিত করতে হবে। তবেই ডেঙ্গুর প্রকোপ ও ভয়াবহতা রোধ সম্ভব। এতে এডিস মশাবাহিত আক্রান্ত ও মৃত্যু প্রতিরোধ করা যাবে।
বৃহস্পতিবার পুরান ঢাকার নিমতলীতে ‘এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত পঞ্চম মাসিক সভার বৈজ্ঞানিক অধিবেশনে এসব কথা বলা হয়। অধিবেশনে উপস্থাপিত গবেষণাপত্রে ডেঙ্গুর ভয়াবহতা রোধে বহুমাত্রিক জনবান্ধব ব্যবস্থাপনা বিষয়ে তুলে ধরা হয়।
এতে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার।
সেমিনারে ‘ম্যানেজমেন্ট অফ এডিস মসকুইউটো: হলিস্টিক পাবলিক হেলথ অ্যাপ্রাচেস’ শিরোনামে গবেষণা প্রবন্ধে উপস্থাপন করা হয়। প্রবন্ধে বাংলাদেশে বর্তমান ডেঙ্গুর পরিস্থিতি এর বাহক এডিস মশার ঘনত্ব প্রজননস্থল ও মশার প্রচলিত দমন পদ্ধতি সম্পর্কে বিশেষ করে বিষাক্ত কীটনাশকের যথেষ্ট ব্যবহারের ক্ষতিকার ও অকার্যকর দিক তুলে ধরা হয়। পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাপনার মধ্যে বিষাক্ত পদার্থের সর্বনিম্ন ব্যবহার এবং জৈবিক উপাদানের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরত্বারোপ করা হয়।