Logo
Logo
×

জাতীয়

ফুলবাড়িয়া ২ সিটি মার্কেট

উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবি ক্ষতিগ্রস্তদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম

উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবি ক্ষতিগ্রস্তদের

রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া-২ সিটি মার্কেটের বেজমেন্টে ৫৩১টি দোকান উচ্ছেদ করে ব্যবসায়ীদের জীবিকা বন্ধের অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। 

তারা বলেন, ২০২০ সালের ৮ ডিসেম্বর কোনো পূর্ব নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীদের উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর ফলে ব্যবসায়ীরা কর্মক্ষেত্র হারিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন। তাই দ্রুত উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের সুপার মার্কেটের সভাপতি কেএম সোহেল বলেন, দীর্ঘ ২৩ বছর বৈধভাবে ব্যবসা পরিচালনার পরও বিনা নোটিশে আমাদের দোকান ভেঙে দেওয়া হয়েছিল। আমরা এর প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হই। চলতি বছরের ৩ সেপ্টেম্বর উচ্চ আদালত দোকান পুনর্নির্মাণ করে স্থায়ী বরাদ্দ দেওয়ার পক্ষে রায় প্রদান করেন। কিন্তু এখনো সিটি করপোরেশন রায় বাস্তবায়ন না করে পার্কিংয়ের টেন্ডার আহ্বান করেছে, যা আদালত স্থগিত করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হানিফ, মো. মাসুদ, মো. মান্নান, মো. আহাদ, মো. জাকির হোসেন, মো. ইব্রাহিম, মো. বাকেরসহ অন্য ব্যবসায়ীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম