Logo
Logo
×

জাতীয়

নভেম্বরের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:২৪ এএম

নভেম্বরের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চলতি মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আগামী নভেম্বরের ২৪ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এ ঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (১৫ নভেম্বর) তিনি তার ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ‘নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল। যদি এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় তবে এই নাম হবে ফেনগাল। এই নামটি সৌদি আরবের দেওয়া। সম্ভব্য এই ঘূর্ণিঝড়টি একটি দুর্বল প্রকৃতির ঝড় হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’

তিনি আরও জানান, নভেম্বর মাসের ২৩ থেকে ২৪ তারিখে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে একটি লঘু চাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপটি শক্তিশালি হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলংকার ওপরে আঘাত করার আশঙ্কা করা হচ্ছে। 

পলাশ বলেন, আবহাওয়া বিয়ষক সকল সূচক বিশ্লেষণ করে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির বাংলাদেশের উপকূলে আঘাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ১৪ নভেম্বর পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে এমনটি দেখা গেছে। 

তবে সম্ভব্য এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম