Logo
Logo
×

জাতীয়

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪১ পিএম

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালসহ ৩ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। অন্য ২ কর্মকর্তা হলেন, ব্যাংকটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মো. আদনান ইমাম ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জাফর ইকবাল হাওলাদার। 

এসব হিসাবে এখন থেকে কোনো লেনদেন করা যাবে না। একই সঙ্গে এদের নামে কোনো লকার থাকলে সেগুলো থেকে সম্পদ স্থানান্তর করা যাবে না। 

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, উলি্লখিত ব্যক্তি ও তাদের স্বার্থ সংশি্লস্ট ব্যক্তি এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাব থাকলে সেগুলোও জব্দ থাকবে। এসব ব্যাংক হিসাব আগামী ৩০ দিন পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মানি লন্ডারিং আইন অনুযায়ী এসব হিসাব স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। 

উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাব খোলার তারিখ থেকে এখন পর্যন্ত লেনদেনের হালনাগাদ বিবরণী, গ্রাহকের পরিচিতি ফরম, হিসাব খোলার ফরম আগামী ৫ দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম