Logo
Logo
×

জাতীয়

জুলাই-আগস্ট বিপ্লব নিয়ে উপদেষ্টা হাসান আরিফ

ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম

ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যাতে করে এ সমাজে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে।

হাসান আরিফ বৃহস্পতিবার রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্বরে ‘শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার ভুটানের রাষ্ট্রদূত রিনছেন কুইন্টসোইল, ঢাকার থাইল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স পেনম থংপ্রেইন, শিক্ষাবিদ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ভদন্ত ড. বুদ্ধ প্রিয় মহাথের ও রণজিত কুমার বড়ুয়া।

ভূমি উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার একটি মডেল ধর্মীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, মহাবিহারটি দেশ ও জাতির সার্বিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

তিনি বিহারটির চলমান সমস্যাবলী সমাধানের আশ্বাস দিয়ে আরও বলেন, এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম