Logo
Logo
×

জাতীয়

বৈষম্য দূরীকরণের দাবি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম

বৈষম্য দূরীকরণের দাবি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের

বৈষম্য দূরীকরণ ও বিভিন্ন পদের প্রাপ্যতা অনুযায়ী পদ সংরক্ষণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীরা। 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এ দাবি জানানো হয়। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব মোজাহিদুল ইসলাম সেলিম ও সভাপতি মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০১৪ অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে ইতোপূর্বে সৃজিত সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব পদসমূহের ১/৩ অংশ হিসেবে (সচিবালয়ে কর্মরত ক্যাডার বর্হি:ভূতদের জন্য) প্রাপ্য ৮৯টি পদ এবং সহকারী প্রধান/সিনিয়র সহকারী প্রধানের ১৩৫টি পদ সর্বমোট ২২৪টি পদ।

এছাড়া সিনিয়র সহকারী সচিব/সিনিয়র সহকারী প্রধান হিসেবে প্রাপ্য ৫৬টি পদ, উপসচিব/উপপ্রধান হিসেবে প্রাপ্য ৫৯টি পদ এবং যুগ্মসচিব/যুগ্মপ্রধান হিসাবে প্রাপ্য ৩১টি পদ। কিন্তু ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তাদের প্রাপ্যতা অনুযায়ী ওই পদের কোটা সংরক্ষণ করা হয়নি। সচিবালয়ে কর্মরত বর্ণিত পদে ফিডারধারী কর্মকর্তাগণ দীর্ঘদিন যাবত বৈষম্যের স্বীকার হচ্ছেন বিধায় দ্রুততার সঙ্গে ওই বৈষম্য দূরীকরণের নিমিত্ত বিভিন্ন পদের প্রাপ্যতা অনুযায়ী পদ সংরক্ষণ করা প্রয়োজন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম