খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী মেহেদীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান যুগান্তরকে এসব এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, রোববার দুপুর ১২টার দিকে তাকে উত্তরার ৯নং সেক্টরের ৬নং রোডের ১৪নং বাসা থেকে আটক করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।
মমতাজ উদ্দিন মেহেদি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, মমতাজ উদ্দিন মেহেদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।