মোস্তফা সরয়ার ফারুকী
বাংলাদেশের বিনোদন অঙ্গনে দুই দশকেরও বেশি সময় ধরে পরিচিত মুখ মোস্তফা সরয়ার ফারুকী। এই সময়ে অনেক জনপ্রিয় নাটক এবং সিনেমা নির্মাণ করেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন কাজ করছেন ওটিটিতেও। এবার নতুন এক পরিচয় পেলেন এই নির্মাতা, তিনি এখন প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা।
রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি তিনজন নতুন উপদেষ্টাকে শপথ পড়িয়েছেন। সে তিনজনের মধ্যে ছিলেন ফারুকীও। নতুন এই দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এই চলচ্চিত্র নির্মাতা বলেছেন, ‘উপদেষ্টা হওয়া আমার জন্য অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোন পদ বা চেয়ারে বসব ভাবিনি। প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়া তো লোভনীয় ব্যাপার, না বলাটা মুশকিল।’
নতুন উপদেষ্টাদের মধ্যে এখনও দায়িত্ব বণ্টন হয়নি। তবে যে মন্ত্রণালয়েরই দায়িত্ব পান না কেন, সেখানে ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেছেন নবনিযুক্ত এই উপদেষ্টা, ‘আমি আশা করি, আমি যে কয়দিনই কাজ করব, কিছু পরিবর্তন হয়ত ঘটাতে পারব। আর যদি সেটা ঘটাতে পারি, তাহলে মনে করব যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, সেটা সফল হবে।’
উপদেষ্টা পদে থাকা অবস্থায় কোনো ভুলত্রুটি করলে তা নিঃসংকোচে ধরিয়ে দিতে বলেছেন ফারুকী, ‘যদি কোনো ভুল করি, ধরিয়ে দেবেন। আমি ভুল করলে সেটা মেনে নেব।’