Logo
Logo
×

জাতীয়

শহিদ নূর হোসেন দিবস আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ এএম

শহিদ নূর হোসেন দিবস আজ

আজ ১০ নভেম্বর। ‘শহিদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকার রাজপথে সংগ্রাম করতে গিয়ে আত্মাহুতি দেন নূর হোসেন। 

বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক-স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করেন শহিদ নূর হোসেন।

এদিকে দিনটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় রাজধানীর শহিদ নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্ট) এবং পরে মুক্তি ভবনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে শহিদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করা হবে। 

এছাড়া আন্দোলনে ক্ষেতমজুর সমিতির নেতা শহিদ সৈয়দ আমিনুল হুদা টিটোর মুক্তি ভবনের সামনে প্রতিকৃতিতে এবং নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করেছে ক্ষেতমজুর সমিতি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম