Logo
Logo
×

জাতীয়

জাতীয় নাগরিক কমিটি

নাচ, গান, কবিতায় জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১১:১৬ পিএম

নাচ, গান, কবিতায় জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণ

সংস্কৃতির আলোকধারায় অন্যরকম ভাষা শহিদদের স্মরণে নির্মিত একুশের শাণিত চেতনার শহিদ মিনার। সুরের মূর্ছনা, নাচের উচ্ছলতা। সঙ্গে ছিল কবিতার দীপ্ত উচ্চারণ ও মূকাভিনয়। 

নাচ, গান, কবিতা ও মূকাভিনয়ের এমন বর্ণাঢ্য আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণ করেছে জাতীয় নাগরিক কমিটি।শনিবার বিকালে ‘কালচারে জুলাই ছাত্র-নাগরিক অভ্যুত্থান জুলাই জাগরণী’ শীর্ষক এ অনুষ্ঠান হলো। 

সংহতি প্রকাশ করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সব অপকর্মের প্রতিবাদ জানাতে অনুষ্ঠানে উপস্থিত হন সর্বস্তরের জনসাধারণ। আয়োজনের শুরুতেই জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগীত পরিবেশন করেন সানজীদা প্রমি, হিমেল, এফ মাইনর, তাকবীর হোসেন, র‌্যাপার সিজান, আহমেদ হাসান সানী, সিনা হাসান, গোলাপী, আলেয়া বেগম, পারশা প্রমুখ। 

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তৃতায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেন, আওয়ামী সাংস্কৃতিক ফ্যাসিজম আমাদের গোটা সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছে। সবকিছু নষ্ট হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনও নষ্টদের দখলে চলে গিয়েছিল। আমাদের শিল্পীরা  গ্রাফিতি ও গানের মাধমে সেসবের প্রতিবাদ জানিয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম