Logo
Logo
×

জাতীয়

অরেঞ্জ বন্ড চালু করবে সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম

অরেঞ্জ বন্ড চালু করবে সরকার

জলবায়ু ও অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড সহজ করতে ইউএনডিপি ও আইআইএক্সের সঙ্গে ‘অরেঞ্জ বন্ড’ চালু করতে যাচ্ছে সরকার। বিশ্বের অনেক দেশে প্রচলিত হলেও অরেঞ্জ বন্ডের মতো অর্থায়ন বাংলাদেশে এবার প্রথম। এ নতুন ধরনের উদ্যোগ ১ বিলিয়ন পর্যন্ত টেকসই বন্ড ইস্যু করে লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করবে এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করবে। বৃহস্পতিবার এক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।

দেশে অরেঞ্জ বন্ড প্রবর্তনের বিষয়ে রাজধানীর একটি হোটেলে ‘রিবিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ উইথ অরেঞ্জ বন্ড’ শিরোনামে পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ। এতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সিডার হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন এবং ডেপুটি হেড অব মিশন মারিয়া স্ট্রিডসম্যান এবং আইআইএক্সের প্রতিষ্ঠাতা প্রফেসর ডুরীন শাহনাজ বক্তব্য দেন। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গার্মেন্টস, সবুজ অবকাঠামো এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোয় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে অর্থনৈতিক বাস্তুতন্ত্রকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য কাজ করছি আমরা। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের বিনিয়োগের পথ সহজ করবে। ভবিষ্যতে অন্যদেরও একসঙ্গে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে পারে। 

সভায় বলা হয়, বাংলাদেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে একাধিক উৎস থেকে জলবায়ু তহবিল সংগ্রহ করতে হবে। এর মধ্যে ক্লাইমেট ফাইন্যান্সে বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং ক্লাইমেট রিস্ক ইন্সুরেন্স, ইসলামী ফাইন্যান্স, থিম্যাটিক বন্ড, ব্লেন্ডেড ফাইন্যান্স এবং কার্বন ট্রেডিংয়ের মতো বিষয় রয়েছে। জলবায়– পরিবর্তন মোকাবিলার জন্য প্রয়োজন বিনিয়োগ, যা শুধু চ্যালেঞ্জ মোকাবিলায় নয়, কর্মসংস্থান তৈরিতেও সাহায্য করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম