জুবায়েরপন্থিদের সমাবেশ রাজনৈতিক শোডাউন, মন্তব্য সাদপন্থিদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের অনুসারীদের সমাবেশকে নিছক একটি রাজনৈতিক শোডাউন বলে মন্তব্য করেছেন দিল্লির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা।
মঙ্গলবার তাবলিগের জুবায়েরপন্থিদের সমাবেশে ‘মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেবে না’ এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এটা নিছক একটি রাজনৈতিক শোডাউন। সামনের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ে এবং মাদ্রাসার ছাত্রদের জড়ো করে তারা সরকারকে চাপে ফেলতে চাচ্ছে। রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে।তাবলিগের এই মোবারক মেহনতের সঙ্গে ছাত্ররা কখনো সম্পৃক্ত নয়।’
সায়েম বলেন, ‘আমরা মূল ধারার মেহনত করি। আমরা কাউকে হুমকি দিতে চাই না। তারা যে আমাদের ইজতেমা করতে দেবে না বা কাকরাইল মসজিদে প্রবেশ করতে দেবে না এগুলো ফাঁকা বুলি। কারণ সরকারই এর সমাধান করে দিয়েছে। দুই পক্ষকে সরকার সময় ভাগ করে দিয়েছে। এসব মীমাংসিত বিষয়ে উসকানি দেওয়া কিসের লক্ষণ সেটা সাধারণ মানুষ বুঝবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের রোখ (সময়) আগামী ১৫ নভেম্বর থেকে শুরু। তখন আমরা কাকরাইলে যাব, ইনশাআল্লাহ।’
এদিকে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন সাদপন্থি আলেমরা। হক্কানী উলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শফিউল্লাহ শাফী মাক্কী ও সাধারণ সাথীদের পক্ষে তৌহিদুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।