Logo
Logo
×

জাতীয়

নতুন ধর্ম সচিব আফতাব হোসেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

নতুন ধর্ম সচিব আফতাব হোসেন

ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) একেএম আফতাব হোসেন প্রামাণিক।তাকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মু. আ. হামিদ জমাদ্দার চাকরির মেয়াদ শেষে গত ৩ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

নতুন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন সদস্য। তিনি ২০২৪ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) পদে যোগদান করেন।

এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা, সৌদি আরবে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

মাঠ প্রশাসনে তিনি জামালপুর, নরসিংদী ও নাটোর জেলায় যথাক্রমে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম